Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দাউদপুর ইউনিয়ন পরিষদের ইতিহাস

প্রায় ষাট বছর আগে আনুমানিক ১৯৬০ খ্রীস্টাব্দে ঐতিহ্যবাহী চৌধূরী বাজার সংলগ্ন স্থানে দাউদপুর ইউনিয়ন পরিষদের যাত্রা শুরু হয়।  ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ জালাল র: এর অন্যতম হযরত শাহ জালাল এর নামানুসারে এই পরিষদের নামকরন করা হয় দাউদপুর ইউনিয়ন পরিষদ। এই পরিষদের প্রথম চেয়ারম্যান নিবাচিত হয়েছিলেন তুরুকখলা গ্রামের কৃতি সন্তান আলহ্বাজ মাওলানা ফরমুজ আলী। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অত্র পরিষদের চেয়ারম্যান ছিলেন সিকন্দরপুর গ্রামের বাসিন্দা জনাব মো: মুনির উদ্দিন আহমদ। তিনি ১০/০৩/১৯৭৪ইং তারিখ পযন্ত অত্র পরিষদের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন। বর্তমানে অত্র পরিষদের চেয়ারম্যান এর দায়িতপালন করতেছেন জনাব নুরুল ইসলাম আলম।