দাউদপুর গ্রামের অর্ন্তগত দাউদপুর মসজিদের পাশে মাজার সংলগ্ন স্থানে মাদ্রাসাটি অবস্থিত। এলাকার গন্যমান্য ব্যক্তিদের সহায়তায় মাদ্রাসাটি অনেক দুর এগিয়ে গেছে।
এলাকার কতিপয় শিক্ষিত যুবকের একান্ত প্রচেষ্টায় ১৯২৩ সালে দারগার বাড়ীর পাশে বেটন দ্বারা তৈরী এক কক্ষ বিশিষ্ট একটি ঘরে প্রায় ৭০ জনের মত শিক্ষার্থী নিয়ে দাউদপুর (বর্তমান নাম) মাদ্রাসা গঠিত হয়।
দাউদপুর গ্রামের অর্ন্তগত দাউদপুর মসজিদের পাশে মাজার সংলগ্ন স্থানে মাদ্রাসাটি অবস্থিত। এলাকার গন্যমান্য ব্যক্তিদের সহায়তায় মাদ্রাসাটি অনেক দুর এগিয়ে গেছে।
সভাপতি=
সহ সভাপতি=
সদস্য=
সদস=
সদস্য=
সদস্য=
সদস্য=
সদস্য=
সদস্য=
সদস্য=
সদস্য=
সদস্য=
মহিলা সদস্য=
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল নিম্নে দেওয়া হল।
১ম বছর=
২য় বছর=
৩য় বছর=
৪র্থ বছর=
বর্তমান বছর=
উপবৃত্তি প্রদান, পরিচালনা কমিটির পক্ষ থেকে সহায়তা প্রদানসহ এলাকার বিত্তবানদের পক্ষ থেকে বিভিন্ন অনুদান সংগ্রহ করে গরীব অসহায় ছাত্রদের উপবৃত্তি প্রদান করা হয়।
অত্র মাদ্রাসার অনেক ছাত্র-ছাত্রী এখান থেকে প্রাথমিক শিক্ষা গ্রহন করে উচ্চ ডিগ্রি অর্জন করে বাংলাদেশের বিভিন্ন স্ননামধন্য প্রতিষ্টানে চাকুরী করে আসছে।
মাদ্রাসার বর্ধিত করে উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা, শিক্ষাদানকে ডিজিটালাইজেশন করা, ক্লাসে ক্লাসে প্রজেক্টরে মাধ্যমে ক্লাস নেওয়া।
দাউদপুর গ্রামের অর্ন্তগত দাউদপুর মসজিদের পাশে মাজার সংলগ্ন স্থানে মাদ্রাসাটি অবস্থিত। এলাকার গন্যমান্য ব্যক্তিদের সহায়তায় মাদ্রাসাটি অনেক দুর এগিয়ে গেছে।
১. মিজানুর রহমান
২. সাইফুর রহমান
৩. তাহমিনা রহমান চৌধুরী
৪. শামীমা বেগম
৫. রহমান মিয়া
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস