দাউদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাজার সংলগ্ন দারগার বাড়ীর পাশে তুরুকখলা সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। উক্ত বিদ্যালয়ের পাশের হার সন্তুষজনক। গ্রামের গরীব ছাত্র-ছাত্রীদের প্রতি বিদ্যালয় কমিটির পক্ষ থেকে সাহায্য-অনুদান প্রদান করা হয়।
এলাকার কতিপয় শিক্ষিত যুবকের একান্ত প্রচেষ্টায় ১৮৬২ সালে দারগার বাড়ীর পাশে বেটন দ্বারা তৈরী এক কক্ষ বিশিষ্ট একটি ঘরে প্রায় ৭০ জনের মত শিক্ষার্থী নিয়ে তুরুকখলা সরকারী প্রাথমিক (বর্তমান নাম) বিদ্যালয় গঠিত হয়।
১ম শ্রেণী: ১২০
২য় শ্রেনী: ১২৬
৩য় শ্রেনী: ১৫৪
৪র্থ শ্রেনী: ৫৬
৫ম শ্রেণী: ৩৯
পরিচালনা কমিটি প্রক্রিয়াধীন অবস্থায় আছে..... সামনে পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্টিত হবে। তৎপর ওয়েব পোর্টালে প্রকাশ করা হবে।
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল নিন্মে দেওয়া হল:
১ম বছর:
২য় বছর:
৩য় বছর:
৪র্থ বছর:
৫ম বছর:
উপবৃত্তি প্রদান, পরিচালনা কমিটির পক্ষ থেকে সহায়তা প্রদানসহ এলাকার বিত্তবানদের পক্ষ থেকে বিভিন্ন অনুদান সংগ্রহ করে গরীব অসহায় ছাত্রদের উপবৃত্তি প্রদান করা হয়।
অত্র বিদ্যালয়ের অনেক ছাত্র-ছাত্রী এখান থেকে প্রাথমিক শিক্ষা গ্রহন করে উচ্চ ডিগ্রি অর্জন করে বাংলাদেশের বিভিন্ন স্ননামধন্য প্রতিষ্টানে চাকুরী করে আসছে।
প্রাথমিক বিদ্যালয়কে বর্ধিত করে উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা, শিক্ষাদানকে ডিজিটালাইজেশন করা, ক্লাসে ক্লাসে প্রজেক্টরে মাধ্যমে ক্লাস নেওয়া।
তুরুকখলা, দাউদপুর ইউপি,দক্ষিণ সুরমা,সিলেট। দারগার বাড়ীর পাশে অবস্থিত।
১. মিজানুর রহমান
২. সাইফুর রহমান
৩. তাহমিনা রহমান চৌধুরী
৪. শামীমা বেগম
৫. রহমান মিয়া
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস